পিরোজপুর প্রতিনিধি : শ্রদ্ধা, সম্মান ও ভক্তির বহিঃপ্রকাশ স্বরূপ পিরোজপুরের মঠবাড়িয়ার সাঈফী নগর মাদ্রাসার সাড়ে তিনশত শিক্ষার্থী তাদের বাবার পা ধুয়ে দিলো।রবিবার সকাল ১০ টার দিকে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে অত্র মাদ্রাসার অভিভাবক সমাবেশে এই কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের বাবার পায়ের কাছে বসে পা ধুইয়ে পরিষ্কার করে দেয় এবং পা মুছে দিয়ে বাবা ও মার কাছে দোয়া কামনা করে। মাদ্রাসার অভিভাবক সমাবেশে এ কর্মসূচিটি এলাকায় সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছে। সাঈফী নগর মাদ্রাসার সহ সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ রতন আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মোঃ নেছার উদ্দিন সাঈফী,অভিভাবক হাসান ইমাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রুহুল আমিন, মাসুম বিল্লাহ, জামাল সিকদার, মাওলানা জাকারিয়া, শাহজাহান নেগবান প্রমুখ। মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনে শ্রদ্ধা ভক্তির প্রায়োগিক শিক্ষা প্রদানের জন্য এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
