২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ফেসবুকে ঘোষণা দিয়ে সাংবাদিকের আ*ত্ম*হ*ত্যা নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ। একযুগ পর বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন- নেতাকর্মীদের ঢল তেঁতুল খেলে কি শরীরের রক্ত পানি হয়ে যায়? জানুন আসল ঘটনা যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসাছাত্রীকে পতিতালয়ে বিক্রি উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন সারা বিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের আমি তো শাশুড়ি হয়ে গেছি: অভিনেত্রী শ্রাবন্তী সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা সচিবালয় কর্মচারীদের

মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল ওহাব মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত বিরুদ্ধে ৫টি বিভিন্ন শুণ্য পদে ৫০ লক্ষাধিক টাকা উৎকোচের বিনিময় নিয়োগ পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা সংলগ্ন বাসিন্দা আবুল কালাম আজাদ (আবু মাস্টার), মাদ্রাসার ডিজি, মহাপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সাংবাদিকদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সনে আলীম স্তরে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ধাপে ৬ জন প্রভাষক পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও দ্বিতীয় ধাপে (বর্তমানে) ৫টি শুণ্য পদে এ যাবৎ ৫ বার পর্যন্ত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অধ্যক্ষের পছন্দের লোকের আবেদন না থাকায় বিষয়টি এখ নপর্যন্ত অমিমাংসিত রয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীঢরা বঞ্চিত হচ্ছেন। তার অনিয়ম, দূর্নীতি ও প্রতিষ্ঠানের অর্থ অত্মসাৎ কমিটির কিছু সদস্য তদন্ত করলে একাধিক বার তার অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। রহস্যজনক কারণে সকল তদন্তকারি সংস্থা এক সময় মাঝ পথে হাত গুটিয়ে নেয়।
বিদ্যোৎসাহী রুম্মান মল্লিক জানান, অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন প্রতিনিয়ত দূর্নীতি করে আসছেন যা মঠবাড়িয়ার অধিকাংশ জনগণ অবগত। বর্তমানে প্রতিষ্ঠানে তার মেয়েসহ ৫টি নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। প্রার্থীদের কাছ থেকে অর্থের বিনিময় চাহিদা মাফিক অর্থ হাতিয়ে নিয়ে রিটেন, ভাইবা ছাড়া মূলত অযোগ্যদের নিয়োগের পাঁয়তারা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম বলেন, আমার কাছে অধ্যক্ষ বেলায়েতের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এসেছে। বিষয়টির সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজির প্রতিনিধি মো. জহিরুল ইসলাম জানান, শূণ্য পদে ৫ জনের নিয়োগ সংক্রান্ত অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ এসেছে। সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত নিয়োগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মাওলানা বেলায়েত হোসেন বলেন, নিয়োগ বোর্ডের সকল নিয়ম কানুন মান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আমি ও আমার প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করার লক্ষ্যে একটি মহল আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। যার কোনটির সাথে আমার সংশ্লিষ্টতা নেই।

সর্বশেষ