২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাবুগঞ্জে ইউএনও'র সেচ্ছাচারিতায় জনপ্রতিনিধিদের অসন্তোষ ! বর্ণিল আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাধীনতা দিবস পালন রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ৫৩তম মহান স্বাধীনতা দিবসে বর্নিল আয়োজন লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির উদ্যোগে গণহত্যা দিবস পালিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীর কাশিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে মারধর  পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

মঠবাড়িয়ায় লুটপাট শেষে বোমা ফাটিয়ে পালালো ডাকাত দল

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবগত রাতে আন্ধারমানিক গ্রামে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাক চিৎকারে এলাকাবাসির উপস্থিতি টের পেয়ে জনমনে আতংক সৃষ্টি করার উদ্দেশে একটি হাত বোমা ফাটিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের আন্ধার মানিক গ্রামের মাওলানা আলী আকবরের বাড়িতে শুক্রবার গভীর রাতে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সুকৌশলে বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মাওঃ আলী আকবর ও তার পুত্র ঔষধ ব্যবসায়ী আলী আহসান জাকির হোসেনকে আকস্মিক লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারিতে সংরক্ষিত নগদ ৪০ হাজার টাকা, স্বর্নের হাতের রুলি, গলার চেইন, কানের দুল, হাতের আংটি সহ আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

গৃহকর্তা মাওলানা আলী আকবর জানান, আমাকে ও আমার পুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০/২৫ জনের মুখোশপরা ডাকাত দল রাত দুটার দিকে কেচি গেইটের তালা ভেঙে বসতঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। একপর্যায়ে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসির উপস্থিতি টের পেয়ে জনমনে আতংক সৃষ্টি করার উদ্দেশে একটি হাত বোমা ফাটিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে। টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদলের সাথে মুঠোফোন যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান জানান, বিষয়টি অবহিত হয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ