১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় সেতু নির্মাণ না করায় জনদুর্ভোগ॥ ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা-আমড়াগাছিয়া ইউনিয়নের সাপলেজা খালের উপর টেন্ডার হওয়ার এক বছর পরেও সেতু নির্মাণ না করায় চরমভাবে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এলাকাবাসী বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও রহস্য জনক কারণে সেতুটির নির্মাণ কাজ শুরু করছেনা ঠিকাদার। বরং সেতুর কাজ শুরুর নামে পুরাতন সেতুর লোহার এ্যাঙ্গেলসহ যাবতীয় মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া দু’টি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে দক্ষিণ আমড়াগাছিয়া বাঁশেরপুল নামক স্থানে সাপলেজা খালের উপর একটি লোহার সেতু ছিল। সেতুটি অকেজো হয়ে পড়ায় স্থানীয় লোকজন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের কাছে দুই বছর পূর্বে পুনঃ নির্মাণের দাবী জানালে গত বছর জেলা পরিষদ সেতুটি নির্মাণের জন্য টেন্ডারের আহবান করেন। পরবর্তীতে পিরোজপুরের নার্গিস ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুটি পুনরায় নির্মানের কাজ পায়। এরপর ওই প্রতিষ্ঠানের ঠিকাদার মোঃ জাহিদ খান সরেজমিনে গিয়ে কাজ শুরু করবে বলে পুরাতন সেতুটির এ্যাঙ্গেলসহ যাবতীয় মালামাল খুলে নিয়ে আসে। কিন্তু বছর পার হয়ে গেলেও রহস্য জনক কারণে ঠিকাদার সেতুটির নির্মাণ কাজ শুরু করছেনা। এতে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেতু সংলগ্ন রাস্তায় রোববার (২৬ জুলাই) দুপুরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় সেতুটি দ্রুত নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সমাজ সেবক সোহরাব মাতুব্বর, জসিম উদ্দিন হাওলাদার, মোঃ মিলন মিয়া হাওলাদার ও আঃ সত্তার প্রমুখ।
এব্যাপারে ঠিকাদার মোঃ জাহিদ খানের সথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ