মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত নয়টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নূরুল আমীনের ছেলে শাহীন রেজা (৪২) ও একই গ্রামের মৃত করিম তহশিলদারের ছেলে ছগিরুল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার (২৮ মে) রাত নয়টার দিকে পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ির সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
উপ পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক সেবনকারী পিরোজপুর জেলার তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।