৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

মধুখালীতে সাহিত্য অনুষ্ঠান ও রবীন্দ্র-নজরুল সাহিত্য পুরস্কার-২০২৩ অনুষ্ঠিত

বিপুল চন্দ্র রায়–

সাহিত্যঙ্গনকে উত্তরোত্তর  সমৃদ্ধশালী করার প্রয়াসে মধুখালীতে সাহিত্য অনুষ্ঠান ও রবীন্দ্র-নজরুল সাহিত্য পুরস্কার-২০২৩ অনুষ্ঠিত হয় আজ ১৭ নভেম্বর ২০২৩ ইং।রোজ: শুক্রবার।আয়োজনে: ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায়।সাহিত্যের আড্ডার পাশাপাশি কবিদের লেখা কবিতাপাঠ ,কবিতা লেখার কলাকৌশল,লেখার মান বিচার-বিশ্লেষণ কীভাবে কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে ও কীভাবে বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায় তার উপর সকল কবি সাহিত্যিক আলোচনা করনে।সাহিত্য অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠতি হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রথম পর্ব:
প্রধান অতিথি : কবি বাবুল আনোয়ার, (কবি ও কথাসাহিত্যিক)বিশেষ অতিথি : ড. সাহেদ মুন্তাজ, (বাংলা একাডেমি উপ-পরিচালক, প্রশাসন)প্রধান আলোচক : কবি সুজয় কুমার পাল, (সব্যসাচী লেখক)মূল প্রবন্ধ পাঠ : কবি আতিক হেলাল, (কবি ও ছড়াকার)উদ্বোধক : কবি বানীব্রত, (প্রকাশক, লীনা পাবলিকেশন,কলকাতা)স্বাগত বক্তা : কবি নিলয় বিশ্বাস, (উপদেষ্টা সাহিত্য বিষয়ক ছোটকাগজ টইটই)আমন্ত্রিত অতিথি : কবি অমিত পান্ডে, (কবি ও অভিনয় শিল্পী, কলকাতা),কবি সেখ নুরুল হুদা, (কবি ও সাংবাদিক, কলকাতা), কবি আনিসুর রহমান পাঠান, (উপদেষ্টা সাহিত্য বিষয়ক ছোটকাগজ টইটই),অধ্যাপক রোকেয়া বেগম, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ, কবি লোপামুদ্রা কুন্ডু, (কবি ও আবৃত্তি শিল্পী, কলকাতা )শুভেচ্ছা বক্তা : অধ্যাপক কাজী জাহিদুল ইসলাম, (কবি ও রম্য লেখক)উপস্থাপক : কবি দীপঙ্কর পাল, (কবি ও রম্য লেখক)
দ্বিতীয় পর্ব:প্রধান অতিথি :এইচ এম বুলবুল, চেয়ারম্যান, এবি শিপিং লাইন্স লি. (শিল্পপতি ও সমাজসেবক)
বিশেষ অতিথি : লায়ন মোঃ মাসুদুর রহমান, (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ময়মনসিংহ বিভাগ )
প্রধান আলোচক :মোস্তাক আহ্লাদ, (লেখক, কবি ও গবেষক)
মূল প্রবন্ধ পাঠ : কবি মোঃ হাবিবুর রহমান, (সাবেক চেয়ারম্যান, নওপাড়া ইউ.পি)
উদ্বোধক : কবি ফারুক প্রধান, (সব্যসাচী লেখক)
স্বাগত বক্তা:মোঃ ফরিদুল মুনসুর, (প্রধান শিক্ষক মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়) কবি উদিত ঠাকুর, (কবি ও কথাসাহিত্যিক, কলকাতা)
আমন্ত্রিত অতিথি :কবি বদরুজ্জামান সাগর, (কবি ও উপন্যাসিক) মোঃ জামাল হোসেন, (যুব সংগঠক, উদ্যোক্তা বাংলাদেশ সেলুন লাইব্রেরি)  কবি সালাহউদ্দিন আহম্মদ মিল্টন, (প্রতিষ্ঠাতা কলমের সৈনিক)
কবি সোহেল মাহবুব, (কবি ও সম্পাদক, দৈনিক নতুন প্রভাত)
শুভেচ্ছা বক্তা :আবু সাঈদ মিয়া, (পরিচালক, আব্দুল ওহাব পাবলিক লাইব্রেরি)
উপস্থাপক:সাহেদ বিপ্লব, প্রকাশক, টইটই প্রকাশন
সভাপতি: কবি মোস্তফা মাহ্ফুজ বুলু, (পাঠক আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা)
সার্বিক সহযোগিতায়ঃ টইটই প্রকাশন |আয়োজনে: ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য পরিষদ। স্থানঃ আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরী, মধুখালী,বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ