১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জনসহ ৯ জনের মনোনয়ন দাখিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন দাখিল করার শেষ দিনে অনলাইনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে নিশ্চিত করেছে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

তফসিল অনুসারে চতুর্থ ধাপের নির্বাচনে অংশগ্রহন করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, উপজেলা আওয়ামীলীগ’র সহসভাপতি ও হাজীর হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অলিউল্ল্যাহ কাজল ও উপজেলা যুবলীগ সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান রাশেদ মোল্লা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন হেলাল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু, হাজীর হাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য থেকে সদ্য পদত্যাগ করা ইয়াসমিন জাহান মিনু ও আমেনা বেগম।

উল্লেখ্য; ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই, ১৩ থেকে ১৫ মে মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে ও ২০ মে প্রতিক বরাদ্ধ।

সর্বশেষ