হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ফ্রান্সে সরকারী পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র ধারণ- প্রদর্শন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে বরগুনার আমতলী উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী পৌর শহরের সাকিব প্লাজার সামনে উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ’র সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ’র ইউনিয়ন ও উপজেলা শাখার সহা¯্রাধিক নেতা- কর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করেন। মিছিল শেষে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা ও প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের বর্তমান সরকারের উপর আল্লাহর গজব নাজিল করার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।