মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃআবুল খায়ের ।
বুধবার তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানায় এবং মহিপুর থানায় ওসি তদন্ত হিসেবে নিষ্ঠা এবং অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এই প্রথম তার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ।
পিরোজপুরের কাউখালীতে জন্ম তার এবং সেখানেই বেড়ে ওঠা ।
তিনি মহিপুর থানা এবং পর্যটন নগরী কুয়াকাটা জনমানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন। এবং এলাকার মাদক, সন্ত্রাস, চাদাবাজ, ভূমিদস্যুদের দমনে নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।