নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ পিতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে তারই নেশাগ্রস্থ মাদকাসক্ত ছেলে। বৃদ্ধ পিতার উপরে মাদকাসক্ত ছেলের হামলার বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। গতকাল শুক্রবার দুপুর ১১ টায় সবুজ হাওলাদার এর দোকানের সামনে বসে এ হামলা চালানো হয়। আহত বৃদ্ধ ওই থানার ৯ নং ওয়ার্ড পশ্চিম গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত বিক্রম আলী হাওলাদারের ছেলে ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী হাওলাদার । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, ইয়াকুব আলী হাওলাদারের ছেলে আবুল বাশার (সপুল) ও পলাশ হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময় তার পিতাকেও মারধর করে। ঘটনার দিন মাদক সেবন করার জন্য তার পিতা ইয়াকুব আলী হাওলাদারের কাছে টাকা চাই আবুল বাশার ও পলাশ। টাকা দিতে না পারায় কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে পিতা ইয়াকুব আলী কে। এসময় তার চিৎকার শুনে দোকানদার সবুজ ছুটে আসলে তাকে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে । বর্তমানে তিনি এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বৃদ্ধ পিতার উপরে মাদকাসক্ত ছেলের এমন অমানুষিক নির্যাতনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় নেতৃবৃন্দরা। তারা এ নেশাগ্রস্থ মাতাল ছেলেদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহত আরো জানান।
