বরিশাল বাণী: রায়পাশা করাপুর ইউনিয়নের রায়পাশার সংলগ্ন মিয়ার পোল এলাকা থেকে গতকাল রাত আনুমানিক আটটার সময় বরিশাল ডিবি পুলিশ দুইজনকে মাদক ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
দুইজন হলেন মোঃ সজিব পিতা মোঃ খোকন সং পপুলার ও অন্যজন মোহাম্মদ মিঠু গ্রাম রায়পাশা। এই চক্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য গাজা ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসতেছে তাদের কে পুলিশ রিমান্ডের মাধ্যমে এলাকার গডফাদার ও প্রধান দেরকে বের করে এলাকাকে মাদক আগ্রাসন থেকে রক্ষা করার জন্য প্রশাসনের আরো কঠোর হওয়া উচিত।
ইতিমধ্যে এই মাদক সহ উত্তর কড়াপুর এর ইউপি মেম্বার হাবিবুর রহমান মিন্টু এর ভাই রিপন ইতিমধ্যে পুলিশের হাতে বহুবার গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে মামলাও রয়েছে। উক্ত মামলাগুলো থেকে জামিনে এসে পুনরায় এলাকায় তার আপন ভাতিজা মোঃ সজিব সহ এলাকায় উক্ত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে যা প্রশাসনের ওয়াকিবহাল হওয়া উচিত এমন, অবস্থায় কড়াপুর এর সব জায়গায় মাদকের ব্যবসা রমরমা অবস্থা।
প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নেয় তাহলে মাদকের কড়াপুর এর গডফাদার কে অবিলম্বে আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত ও যুবসমাজকে মাদকের আসক্ত তার হাত থেকে রক্ষা করা অতীব জরুরী।