বরিশাল বাণী: বরিশাল ও আশপাশের মাদকব্যবসায়ীরা সম্প্রতি নিরাপদ জোন হিসেবে বেছে নিচ্ছে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর। সন্ধা নামতেই বিক্রেতা ও ক্রেতার ভীড় পড়ে যায়। রাস্তার পাশে, বিভিন্ন দোকানে এসব মাদকব্যবাসীয়রা নিরাপদে লেনদেন করে বলে জানা গেছে। সম্প্রতি র্যাবের হাতে আবু সুফিয়ান ও তার এক সহযোগী বিপুল পরিমান ইয়াবা সহ গ্রেফতার হয়। এমনকি ৩ জানুয়ারী (আজ) নবগ্রাম রোড মাটিরপুল এলাকা থেকে মোঃ তানভীর আহমেদ(২০) নামে এক মাদক ব্যবসায়ী ৭৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার হয়। তানভিরের পিতার নাম আলাউদ্দিন হাওলাদার। তার বাড়ি বিমানবন্দর থানার মাকরকাঠী।
তাছাড়া কড়াপুরেই লেনদেন হয় আশেপাশের বেশ কিছু উপজেলার মাদক ব্যবসার অর্থ। এমনটাই বলছেন এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ও নজরদাবী থাকলে এটা রোধ করা সম্ভব বলে মন্তব্য তাদের।
