এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা: মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় হাতেনাতে ৪জন মাদকসেবি পুলিশের হাতে আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা পৌরশহরের কেদারগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো চুয়াডাঙ্গা পৌরশহরের কেদারগঞ্জ এলাকার জামশেদ আলীর ছেলে ফিরোজ আলী (২৫), হাবিব মণ্ডলের ছেলে পান্না মণ্ডল (২৫), মৃত নজরুল ইসলামের ছেলে রবিন উদ্দিন ওরফে সেতু (৩০) এবং ইয়ার আলীর ছেলে মিলন আলী (২৯)।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসেবনরত অবস্থায় উক্ত ৪জন আসামিকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে তাদেরকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।