১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মাদারবুনিয়া ইউনিয়নে গরীবদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করেন চেয়ারম্যান মিলন মাঝী

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুশফিকুর রহমান মিলন মাঝী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত এলজি এসপির অর্থে এলাকার গরীব এবং অসহায় মানুষের মধ্যে, সাবান ও সাবানেরগুরা, ব্লিসিং পাউডার ও মাক্স বিতরণ করেন।
সেমবার সকাল ১০টায় মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসফিকুর রহমান মিলন মাঝী হতদরিদ্রদের মাঝ সাবান, ব্লিসিং পাউডার, সাবানের গুরা ও মাক্স বিতরন করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব পরান দত্ত ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান মিলন মাঝী বলেন করোনা কালীন সময়ে সকলকে শর্তকতার সহিত চলাফেরা করতে হবে সাথে সাথে মাক্স পরিধানসহ ঘন ঘন সাবান পানিদিয়ে বার বার হাত দুতে হবে। যাতে করে আমরা সকলে করোনা মহামারী থেকে দূরে থাকতে পারি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ