১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে কীটনাশক খেয়ে স্কুলছাত্রীর মৃ*ত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাহিদ হাসান মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে কীটনাশক খেয়ে নিতু সরকার(১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নিতু সরকার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের অসিম সরকারের মেয়ে এবং সে গালর্স স্কুলের ছার্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী নিতু সরকার গত (২৭ নভেম্বর) ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী সেন্টু জানান, নিতু কীটনাশক খেয়ে মারা গেছে। তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হয়।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ-উল-হাসান জানান, নিতু সরকার কীটনাশক খেয়ে মারা গেছে। তার লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি ব্যাবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ