২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মাদারীপুরে ছেলে লাঠির আঘাতে মায়ের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ছেলে আকিবুল শেখের লাঠির আঘাতে মা রাহাতন বেগমের (৫০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে । তিনি বৃহস্পতিবার রাত ১১টায় চিকিৎসাধীন মারা যায়।শনিবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আকিবুল ও তার বোনের টিভির চ্যানেল দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। মা তাদের দু’জনকে নিষেধ করে। এতে আকিবুল ক্ষিপ্ত হয়ে মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে মা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন মারা যায় মা রাহাতন বেগম। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রাহাতন বেগম মজুমদারকান্দি গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী। এ ঘটনার পর থেকে ছেলে আকিবুল শেখকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক জানান, ‘বিষয়টি আমার জানা নেই। যদি নিহতের পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ