জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে মহাসড়কে যাত্রীবাহী পরিবহণে ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছে।মঙ্গলবার বিকেলে মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইলমিল সংলগ্নমাওয়া হতে বরিশালগামী বিএমএফ পরিবহণের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সাথে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যানের যাত্রী রাশেদা বেগম(৪৫) ঘটনাস্থলেই মারা যায় । ভ্যান চালক অহিদুল(২৮)কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অহিদুল মস্তফাপুর ইউনিয়নে মজনু বেপারির ছেলে। রাশেদা বেগম একই ইউনিয়নে চতুরপাড়া গ্রামের মৃত মজিবর মাতুব্বর এর স্ত্রী।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা সৈয়দ আবদুল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পরিবহণের যাত্রীদের কিছু হয়নি তবে ড্রাইভার পলাতক রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
