বাবুগঞ্জ প্রতিনিধি–
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মেয়াদ উত্তীর্ণ নিয়ে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ আগষ্ট মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, আরিফুর রহমান শিমুল সিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক,নজরুল ইসলাম বাদসা,যুগ্ম-আহ্বায়ক অহিদুল ইসলাম খান,আলমগীর হোসেন স্বপন, দুলাল চন্দ্র সাহা, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদ,শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, শেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব কামরুজ্জামান সোহাগ জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল মালেক শিকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত,বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি সবুজ আকন,বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান,দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস।