মানুষ গুলো শুধু ফানুস
নীল আকাশে উড়ে,
বিকিয়ে দেয় বোধের নীতি
থাকে আঁধার জুড়ে।
মনের মাঝে নেইতো প্রীতি
সাম্য গেছে ভুলে,
আঘাত করে স্বার্থ নিয়ে
ফিরে আপন কূলে।
এই ভবেতে হয়না কেহ
পরের দুখে সাথী,
সুযোগ বুঝে সুর মিলিয়ে
সুখ বিলাসে মাতি।
মানব ব্যাধি মনে ধারণ
কু-ভাবে হয় ক্ষতি,
সু-ভাব হলে মন হরষে
উদয় হয় যে মতি।
হৃদ বাসরে প্রভু বসন
দেখো তোমরা চেয়ে,
শুদ্ধ হলে পরম ধ্যানে
আসবে কৃপা বেয়ে।