মানুষ আশরাফুল মাখলুকাত
–মাসুম বিল্লাহ্
কাকের বাসায় বড় হলেই কোকিল কাক হয়ে যায়না,
গরু কেন ঘাস খায় শুধু, মাছ গোস্ত খায়না?
বিড়াল ছানা মাছ খেতে চায় গোস্ত কেন চাখেনা,
মুরগীর ওমে বড় হয়ে হাঁস ডাঙায় কেন থাকেনা?
মাছগুলো কেন জলেই বাঁচে ডাঙায় কেন নয়?
হাজার বছরের সভ্যতার ইতিহাসে এর ব্যাতিক্রম কি হয়?
তবুওতো কিছু মানুষ বানরের থেকে হতে চায় সৃষ্টি!
কতটা নিচ ওদের চিন্তা ভাবনা কতটা নিচ ওদের দৃষ্টি ?
গরুর পেটে বাছুরই হয়, ছাগলের পেটে ছাগল ছানা,
পাখিরা আকাশে উড়তে পারে মানুষের হয়না ডানা৷
হাতি, গন্ডার, শেয়াল ও বাঘ নানান প্রজাতির প্রাণী,
প্রত্যেকেই তার স্বকীয়তায় মূর্তিমান এর ব্যতিক্রম তো হয়নি৷
একই রকমের দেখতে পুঁটি মাছ কি কভূ হয়ে গেছে ইলিশ?
অথচ; মানুষকে বিভ্রান্ত করছে ডারউইন নামের ইবলিশ!
শিম্পান্জি কিছুটা মানুষের অবয়ব হলেও কখনও নয় তা মানুষ,
প্রভু তো মানুষকে ভাষা শিখিয়েছেন দিয়েছেন জ্ঞান হুশ৷
পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় হয়েছে সৃজন,
বলতে পারো কে করলেন নারী পুরুষের বিভাজন?
সাদৃশ্য তো শেয়ালের সাথে কুকুরের ও হয়,
তাই বলে কি শেয়াল থেকেছে কুকুরের ডেরায়?
আমরা মানুষ আশরাফুল মাখলুকাত সবার থেকেই আলাদা,
বানর বা শিম্পান্জি থেকে কিছুতেই হতে পারিনা পয়দা! !
১২/১০/২০২২