মানুষ ভালো নেই
—বিজন বেপারী
দিনটা যাচ্ছে ব্যস্ততায় ভাই
কৃষক শ্রমিক আমলা,
ভালো নেই আজ দেশের মানুষ
ধনী গরীব কামলা।
কেঁদে কেঁদে কেউ তো ফেরে
খুঁজতে নিজের ধন,
ধান্দাবাজির ধোকায় পরে
আজকে উচাটন।
দিনদুপুরে হয় ডাকাতি
শহর নগর গাঁয়ে,
ধনী গরীব সব হারিয়ে
নিঃস্ব হয়ে যায় এ।
স্বার্থসিদ্ধির মানুষগুলো
সমাজের আজ কীট,
তাইতো মানুষ ভালো নেই আজ
ওরাই হচ্ছে হিট।
পরের টাকায় আলিশান হয়
বাড়ি গাড়ি আরো,
নয় বেশিদিন বাকি আছে
থাকবেনা ঘাড় কারো।
দশের শত্রু দেশের শত্রু
কভু বাঁচে না,
সময় আছে সংশোধনের
ভেবে দেখিস তা ?
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল