নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল সালাম হাওলাদার (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় নিয়ে জমিতে এ ঘটনা ঘটে। আহত কৃষক ওই থানার বাজিতা ১ম খন্ড গ্রামের বাসিন্দা মৃত এনসাফ আলী হাওলাদার এর ছেলে।
বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । মধ্যযুগীয় কায়দায় এমন নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
আহত সূত্রে জানা যায়, আহত সালাম হাওলাদার ২২ শতাংশ জমিতে মুগ ডাল চাষ করে। একই এলাকার বাসিন্দা সিরাজ হাওলাদার এর ছেলে মোনাসেফ সেই জমিতে গরু বেঁধে ডালের ক্ষেত নষ্ট করে । এ সময় ভুক্তভোগী প্রতিবাদ করলে উভয়ের মাঝে বাক-বিতণ্ডের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোনাসেফ, পান্না হাওলাদার, খালেক , সাদ্দাম, বারেক সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। লাঠির আঘাতে তার শরীরে মারাত্মক জখম হয় এবং ডান হাত ভেঙে যায়।
এ সময় ডাক চিৎকার শুনে তার স্ত্রী কাজল বেগম ছুটে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।
প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।