বরিশাল বাণীঃ
সবুজে ভড়ে উঠুক আপনার এলাকা
গাছ লাগান পরিবেশ বাঁচান
বিডি_ক্লিন_পটুয়াখালী র সম্মানিত জেলা সমন্বয়ক জাহিদ ভাইয়ের উপস্থিতিতে ও বিডি_ক্লিন_মির্জাগঞ্জ টিমের সদস্য ইফশিয়াজ শয়ন এর তত্বাবধানে মির্জাগঞ্জের পরিবেশকে সবুজে সবুজে ভড়িয়ে দিতে #বিডি_ক্লিন_মির্জাগঞ্জ টিম বৃক্ষ রোপন কর্মসূচি ও মহামারী কোভিড-১৯ সংক্রামন রোধে সাধারণ জনগণের মাঝে মাক্স বিতরন সফলভাবে এবং সাবধানতার সাথে সম্পন্ন করা হয়।
শুক্রবার সকালে সুবিদখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন ও সুবিদখালী বাসস্ট্যান্ডে মাক্স বিতরণ করা হয়।
এ সময় বিডি_ক্লিন_মির্জাগঞ্জ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
