মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলীতে হানজালাল নামের ৬বছরের শিশুপুত্রকে অপহরণ করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে না পাওয়ায় দীর্ঘ ৩৯দিন পর শিশুটির লাশ ফেরত দিয়েছে অপহরণকারীরা। এমন ধরণের অমানবিক ঘটনা ঘটেছে উপজেলার রামেশ^রপুর ইউনিয়নের নিশুপাড়া (বটতলা) এলাকায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টায় তাদের বাড়ির পাশের্^ একটি পুকুরে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ ফেলে রেখে অভিভাবকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয় অপহরণকারীরা। এর পর শিশুর পরিবার থানা পুলিশসহ বিভিন্ন লোকজনকে জানালে ওই পুকুরে গিয়ে লাশটি দেখা যায়। পরে রাত আনুমানিক সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে দাফন সম্পান্ন করা হয়। শিশু হানজালাল’র বাবা মালয়েশিয়া থাকার কারনে মোবাইল ফোনে তাদের নিকট প্রথমে ২লাখ টাকা কর্জ চায় অপহরণকারী। এ বিষয়ে কোন কর্নপাত করা না হলে গত বছরের ১৩ডিসেম্বর বিকেলে শিশু হানজালাল বাড়ির পাশের্^ খেলতে গেলে নিখোঁজ হয়ে যায়। তার পর আতœীয় স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পাওয়ায় ওই দিনগত রাতেই গাবতলী মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। কিন্তু এর পর থেকে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালেও কোন ফল হয়নি বলে শিশু হানজালাল’র মা তাসলিমা বেগম ক্ষোভে আহাজারী করে বলেন। এ ব্যাপারে থানার ওসি মোঃ নুরুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, এ সংক্রান্ত নিহত শিশুপুত্র’র বাবা পিন্টু প্রামানিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘাতকদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
