মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এর সাথে তার কার্যালয়ে ১৫ ডিসেম্বর দুপুর ১টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এরপর লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর লেখা কবিতা ‘ঊনিশে মার্চ’ এর কপি আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয়কে প্রদান করা হয়। এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতির সাথে ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম। মতবিনিময়কালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
