২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মুক্তিযোদ্ধা হত্যাঃ ১জন গ্রেফতার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

নাজমুল হক মুন্না ::বরিশালের
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িত আকব্বর সেপাইয়ের স্ত্রী আকলিমাকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। বীর মুক্তিযোদ্ধার লাশ নিজ বাড়ীতে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পরে তার সহকর্মীরা ও এলাকাবাসী। এলাকায় শোকের ছায়া নেমে আসে। ৩০ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় বামরাইল ইউনিয়নের আটিপারা মঈনুল ফাজিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করে তার লাশ দাফন করা হয়েছে। পরিবারের সকলে গুরুত্বর আহত হওয়ায় কেউ জানাযায় অংশগ্রহন করতে পারিনি। প্রশাসনের পক্ষে গার্ড অব ওনার প্রদান করেন এস আই জসিম উদ্দিনসহ সংঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা ডাঃ আ ন ম আব্দুল হাকিম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার প্রমুখ। জানাযায় অংশগ্রহন নেয়া হাজার হাজার সাধারণ মানুষ এই হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই হত্যার সঠিক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা না হলেও আমরা এই হত্যাকান্ডে জড়িত একজন নারী আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি। । মামলা হলে ওই নারী আসামীকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ