১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিববর্ষে গৃহহীনদের খুঁজে বের করে ঘর করে দেওয়ার নিশ্চিতে সবাত্মাক কাজ করছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে মুজিববর্ষের মধ্যে বাবুগঞ্জ প্রতিটি গৃহহীনদের খুঁজে বের করে মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
গরিব মানুষের জন্য ঘর নির্মাণে যেন কোনো ধরনের গাফিলতি না হয় সে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি কাজটি হচ্ছে। প্রতিটি ঘরের সামনের দিকে পাঁচ ফুটের একটি বারান্দা থাকবে, দুটি বেডরুম, একটি রান্নাঘর ও একটি টয়লেট থাকবে। প্রতিটি ঘর নির্মাণে খরচ ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। ঘরের ওপরে থাকবে টিনের ছাউনি। বেড়া ও ফ্লোর হবে ইটের।
প্রধানমন্ত্রীর উদ্যোগে নেওয়া এ প্রকল্পটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার ও বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার সকাল হতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর, রফিয়াদি, গাজীপুর ও ময়দানের হাট এলাকায় এবং রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর, ডিক্রিরচর, ক্ষুদ্রকাঠি এলাকায় এবং শুক্রবার (১৩ ই নভেম্বর) সকাল হতে দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট, দেহেরগতি, রাকুদিয়া, গুঠিয়া বাজার ও দোয়ারিকা একালায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এখনই গৃহ নির্মাণের উপযুক্ত খাসজমি সনাক্ত করার জন্য সরেজমিন জমি পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান। এসময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা ভূমি অফিসে কর্মরত কানুনগো, সার্ভেয়ার ও অন্যান্য কর্মচারীবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন,
এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। একইসাথে খাসজমি অবৈধভাবে দখলকারীদের অনতি বিলম্বে খাসজমি হতে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ