৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালী সদর থানার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মির্জা আহসান হাবিব ঃ মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালী সদর থানা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পটুয়াখালী সদর থানা সম্মূখ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলাশ অফিসার ইন চার্জ অাক্তার মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেড মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল হেড কোয়াটার শেখ মোঃ বিল্লাল হোসেন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ পুলিশের অন্যান্য নের্তৃবৃন্দ সাংবাদিক বৃন্দ ।
এ টুর্নামেন্ট ৯ টি দলে বিভক্ত হয়ে খেলা শুরু হয়। ফাইনাল খেলা মুখোমুখি হয় এস অাই বনাম এএসআই দল। ফাইনাল খেলায় এএসআই দল ৩-২ গেইম এসআই দলকে হারিয়ে চ্যাম্পয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। খেলায় বিজয়ী দলের এএসআই দেলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ