মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে মুজিব শতবর্ষ সিক্স-এ সাইড হকি টুর্নান্টে ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ জানুয়ারী বিকালে পিডিএস মাঠে পটুয়াখালীর খোলার সমিতির আয়োজনে ও জেলা পরিষদ এর সহযোগিতায় খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী শাহ মোঃ রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আবদুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক বেপারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ। এ সময় বক্তারা বলেন দেশ থেকে খেলাধুলা হারিয়ে গেছে, যুবকরা খেলা বাদ দিয়ে মাদকের দিকে ঝুকে যাচ্ছে। যুবকরা যাতে মাদক ছেড়ে খেলার মাঠে চলে আছে। তারই আলোকে আমরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে আসছি। ৪ টি দলে বিভক্ত হয়ে মুজিব শতবর্ষ সিক্স-এ সাইড খেলার আয়োজন করা হয়।
