এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে খোলা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিণ্ডার ও জ্বালানী তেল পেট্রোল। দাহ্য পদার্থ হওয়ার কারণে ফিলিং স্টেশন ছাড়া এসব জিনিস বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু আইনের কোন তোয়াক্কা না করে এক শ্রেনির অসাধু ব্যবসায়ী মুদি দোকানে দেদারছে বিক্রি করছে এসব গ্যাস সিলিণ্ডার ও পেট্রোল তেল। তাছাড়া এসব দোকানে নেই তেমন কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থা।
দর্শনা-জীবননগর সড়কের পাশে একাধিক স্থানে বোতলে ভরে টেবিলের ওপর সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে এসব পেট্রোল তেল। শুধু সড়কের পাশেই নয়, উপজেলার বিভিন্ন হাট বাজারেও লাইসেন্স ব্যতীত বিক্রি করা হচ্ছে ডিজেল, পেট্রোলসহ নানা ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। শুধু জীবননগর উপজেলা নয়, জেলার অধিকাংশ জায়গার চিত্র একইরকম। এতেকরে সরকার হারাচ্ছে রাজস্ব।
খোলা বাজারে এসব জিনিস বিক্রির অনুমতি না থাকলেও কোন ধরনের অভিযান পরিচালিত না হওয়ার কারণে প্রায়ই গড়ে উঠছে নতুন নতুন জ্বালানী তেলের দোকান।
খোলা বাজারে বিক্রির পাশাপাশি আবার ওজনেও এসব তেলে কম দেওয়া হচ্ছে অনেকখানিক। কিন্তু চোখের সামনে অহরহ এসব কাণ্ড ঘটলেও যেন দেখার কেউ নাই।
বিষয়টি আমলে নিয়ে অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলাবাসী।