খবর বিজ্ঞপ্তিঃ গত ১৪/০২/২০২১ তারিখ মুলাদী পৌরসভা নির্বাচন ২০২১ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ হয়নি। নির্বাচন কমিশনের নীতিমালার দূর্বলতা, প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্ব মূলক আচরনের কারনে ভোটারগন নিজেদের ইচ্ছেমত ভোট প্রদান করতে পারেনি। এছাাড়াও ইভিএম কারচুপি স্পস্টভাবে পরিলক্ষিত হওয়ার অভিযোগ দেখিয়ে ভোট বর্জন করেছেন মুলাদী পৌরসভা নির্বাচন- ২০২১ য়ের বিএনপির মেয়র প্রার্থী মো: আল মামুন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে অভিমত ব্যাক্ত করেছেন যে, ভোটারবিহীন, ফ্যাসিবাদী ও মিডনাইট সরকারের অধীনে কোন দল যেন আর কোন নির্বাচসে অংশ গ্রহন না করেন।
