১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মৃৎশিল্পীদের পাশে থাকার আশ্বাস দিলেন পুনাক সভানেত্রী

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন মৃৎ শিল্পীরা। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আশ্বস্ত করলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন এর সহধর্মিনী বরিশাল পুনাক সভানেত্রী সৈয়দা তৌফিকা মারুফ। (২৯ মে) শনিবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে তিনশত মৃৎশিল্পী পরিবার নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপত্তিত্ব করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন। আলোচনা শেষে মৃৎশিল্পীদের সাথে তাদের গ্রাম পরিদর্শন করে দুঃখ দূরদর্শার কথা শুনে তাদেরকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশাল জেলা পুলিশের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতার আশ্বস্ত করলেন তারা।

এসময় পুনাক সভানেত্রী বলেন, মরণ ভাইরাস করোনা সতর্কতায় লকডাউনের দিন গুলিতে কেমন আছেন মৃৎ শিল্পীরা? তা দেখতেই এসেছি নিয়ামতি ইউনিয়নের মহেশপুর এলাকায় মৃৎশিল্পদের কাছে। এখানকার মৃৎশিল্পীরা মাটির হাঁড়ি, কলসি তৈরির পাশাপাশি বিভিন্ন ধরণের প্রদীপ, ধূনাচুর, সরা, টপ ইত্যাদি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। দিনে দিনে এই মৃৎশিল্প গুলো হারিয়ে যাচ্ছে, তাই তাদের দুঃখ দূরদর্শার কথা ভেবে সরকারি তহবিল থেকে যতটা সম্ভব আমরা বরিশাল জেলা পুলিশের পক্ষ তাদের মধ্যে সাহায্য সহোযগীতা হাত বাড়িয়ে দিবো।

অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার বলেন, বেশি সংখ্যক নিম্নবিত্ত হিন্দু পরিবার মৃৎশিল্পের উপরই তাদের জীবিকা নির্বাহ করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প প্রায় নিঃশেষের পথে।

কিছু কিছু পরিবার তাদের বংশানুক্রমে পরম্পরায় মৃৎশিল্পের উপরে নির্ভর করে তারা বেঁচে আছে।কিন্তু বর্তমানের যে অবস্থা আর হয়তোবা বেশিদিন তারা এই শিল্পের মাঝে থাকতে পারবে না। তাই আমার বিশেষ অনুরোধ থাকবে সকলে সহযোগিতা হাত বাড়িয়ে বিলুপ্তির পথ থেকে মৃৎশিল্পকে রক্ষা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য-সচিব পুনাক সহকারি পুলিশ সুপার অনন্য চক্রবর্তী,বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক আমির হোসেন, উপ-সহকারী পুলিশ পরিদর্শক রবিউল হোসেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ ইমাম হোসেন নিলু, সাধারন সম্পাদক বাবু বিমল চন্দ্র সাহা প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ