১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসায় পর্যবেক্ষণে খালেদা জিয়া, সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ডেক্স—

জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (২৭ মার্চ) রাতেই হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে হাসপাতালে না নিয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায়ই তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, মেডিকেল বোর্ড মনে করে, ওনাকে সার্বক্ষণিক পর্যাবেক্ষণে রাখা প্রয়োজন। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোনো কারণে প্রয়োজন হয় তাকে হাসপাতালে নেওয়া হবে। এখন তিনি সুস্থতা বোধ করছেন।দুটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি এলে তার সাজা স্থগিত করে সরকার নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দেয়। পরে দফায় দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়।যদিও খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে বারবার দাবি জানানো হচ্ছে। তবে সরকার বলে আসছে, আইনে এই সুযোগ নেই।

সর্বশেষ