নিজস্ব প্রতিবেদক ।।। পাওনা টাকা চাওয়ায় বরিশালের মেহেন্দিগঞ্জে ঝাল মুড়ি ব্যবসায়ী মোঃ হাবিব বেপারী (৩৩) কে মারধর করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
আহত ঝাল মুড়ি ব্যবসায়ী ঐ থানার ৯ নং ওয়ার্ড পূর্ব ইয়ার বেগ গ্রামের বাসিন্দা খোরশেদ বেপারীর ছেলে ও তিনি একজন পেশায় ঝাল মুড়ি বিক্রেতা।
গত বুধবার বিকেল পাঁচটায় কুদ্দুস মিয়ার দোকানের সামনে এই ঘটনা ঘটে ।
বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই অসহায় ঝাল মুড়ি বিক্রেতাকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্থানীয়রা।
আহত হাবিব জানা, আমার বড় ভাই ঢাকায় ভোটার আইডি কার্ড করে। তার ভোটার ঢাকা থেকে গ্রামে ট্রান্সফার করে আনার জন্য একই এলাকার বাসিন্দা সোহেল মিয়াকে ৫/৬ মাস পূর্বে ১৫০০ টাকা দেয় । সোহেল মিয়া কাজ না করে আজ না কাল বলে তাদের গুরাইতে থাকে। কাজ না করায় সেই টাকা ফেরত চাইলে ঘটনা দিন হাবিব বেপারীকে সোহেল ,রুবেল , মাবু মাস্টার, নান্টু সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধর করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তিনি এ হাসপাতালের পুরুষ অর্থপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।