২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ও একটি উন্নত মানের ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহতকে শের-ই-বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় মাঝ গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাইয়ুম বলেন, আমাদের সাথে পার্শ্ববর্তী আনিস গং এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই ঘটনায় মাস কয়েক আগে আনিসের স্ত্রী হৃদরোগে মারা গেলে আনিস আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে ।

আমার স্ত্রী ও দুই বছরের অবুঝ সন্তানকে হাজত খাটায়। সেই মিথ্যা মামলায় তাদের জামিন হওয়ায় ঘটনার দিন বুধবার সকালে আনিস, হারুন ফকির, ফিরোজ হাওলাদার, রহিমা, ও মরিয়ম সহ অজ্ঞাত আরো কয়েকজন হত্যার উদ্দেশ্যে আমাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং ছুড়ি দিয়ে আমার পায়ে রক্তাক্ত জখম করে। পরে আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সর্বশেষ