“অসুস্থ পৃথিবী”
—–মোহাম্মদ এমরান
হে অসুস্থ পৃথিবী তোমায়-
একটু সুস্থ্য দেখতে চাই!
তোমার শরীরে অাজি-
বন গোখরার আচড় দেখতে পাই!
তোমার বুকে মাথা রেখে-
নিশ্চিন্ত মনে একটু ঘুমাতে চাই!
হৃৎপিন্ড তোমার খুলে দেখি-
হেথায় হৃদয়টাই তো নাই!
হে অসুস্থ পৃথিবী তোমায় রেখে-
বলো আমি কোথায় যাই!
তোমার বিরহে কাতর হৃদয়ে রক্তঝড়ে-
বলো কেমনে দিন কাটাই?
হে অসুস্থ পৃথিবী তোমার চোখে-
আমি আমার মরণ দেখতে পাই!
২৩/০৬/২০২০।