২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মোহাম্মদ এমরান এর “স্বপ্ন”

“স্বপ্ন”

—–মোহাম্মদ এমরান

 

ভেবেছিলাম আর স্বপ্ন দেখবোনা,
কিন্তু দেখতে হলো তোমার জন্য!
তুমি কে বলোতো?
হঠাৎ এসে আমার বুকে,
জাগিয়ে দিলে স্বপ্ন দিশা!
আঁখি মুদে আসে আমার,
কেবলই স্বপ্ন দেখতে চায় মন!
নির্ঘুম এক রাত আমার জীবন,
কি করবো বলো এখন?

স্বপ্ন যে দেখতে চায় বারে বারে
তোমায় নিয়ে সাগর পাড়ে
চায়ের ডালি সাজিয়ে বসে
সফেনিতা সমুদ্রের ঢেউয়ের তোড়ে
বয়ে নিয়ে আসা শীতল হাওয়ায়
জুরাবো দু’জন, হারাবো দু’জনায়!

স্বপ্ন দেখি তোমায় নিয়ে হারিয়ে যাবো
সিমলার চা বাগানে
কুঁয়াশাচ্ছন্ন কোন এক ভোরে
কম্পিত পায়ে শংকিত মনে
হাতে হাত জড়িয়ে!

স্বপ্ন দেখি নীলগিরি পাহাড়ের চূঁড়ায় দাঁড়িয়ে
মেঘেদের ভাঁজে লুকিয়ে দু’জন দেখবো চাঁদ
আর নির্ঘুম চাঁদনী রাত কাটাবো দু’জন
ঘাসের বিছানা পেতে কটেজের বারন্দায়!

স্বপ্ন দেখি তোমায় নিয়ে
দূর গগনে হারিয়ে যাবো
ভালোবাসার ভেলায় চড়ে
পাখিদের সাথে করবো কুজন
মিতালি গড়ে মেঘপরি’দের ঘরে।
স্বপ্ন দেখি ———————-!!

০১/০৮/২০২১।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ