“লজ্জা”
–মোহাম্মদ এমরান।
লজ্জা নাকি নারীর ভুষণ
শুনেছি এক কালে!
আমরা অতি নির্লজ্জ তাই
পায়ের জুতা উঠছে গালে!
কয়টা জুতা পড়লে পিঠে
লজ্জিত হবো আমরা!
রাস্তা-ঘাটে সমাজ সেবক
জাতি হারায় চামড়া!
বাতাস মাঝে পর্দা খুঁজি
মুখ লুকানোর জায়গা নাই!
স্বার্থ বিনা নেতা-নেত্রী
কোথায় বলো খুঁইজা পাই?
স্বাধীন দেশের স্বাধীন জাতি
মুখ খুললে তার হয় যে ক্ষতি!
জনগণের ধার ধারে না
দলের নেতাই জনপতি!
লজ্জা বলতেও লজ্জিত আজ
জাতির বিবেক শিক্ষা-দীক্ষা!
প্রকারন্তরে ঢাকুর-ডুকুর
পক্ষান্তরে করে ভিক্ষা!
ভালো-মন্দ আইন-কানুন
চলে বলে ক্ষমতায়!
জোর যার মুল্লুক তার
এই কথাটাই শোভা পায়!
লজ্জা লিখতেও লজ্জিত আজ
চলে না যে কলম!
নীতি আদর্শ বাদ দিয়ে সবাই
নেতার পায়ে লাগায় মলম!
রচনাকাল: ৩০/০৮/২০২১।