২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ম্যাক্স বাংলার প্রযোজনায় নতুন গানে মডেল হিসেবে দেখা যাবে জিনিয়া জিনিকে

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জিনিয়া জিনি। মাহবুব সাগরের কণ্ঠে গাওয়া ‘আমার অবুঝ এ মন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার বিপরীতে আরো থাকছেন জাকির হোসেন রাজ ও জিসান খান।। গানটির গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী মাহবুব সাগর নিজেই। রোহান রাজের মিউজিকে এটি পরিচালনা করেছেন জয় রয়।

জিনিয়া বলেন, মিউজিক ভিডিওটির গল্পটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি দর্শকদের মন কাড়বে।

পরিচালক জানালেন, এই গানটি অনেকটা ফোকধর্মী। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

ম্যাক্স বাংলা টিভির প্রযোজনায় গানটি শিঘ্রই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ