পিরোজপুর প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”- এ শ্লোগানকে ধারন করে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে শনিবার( ২৮ আগষ্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আঃ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জানান, এবছর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মুক্তা চাষ সম্প্রসারন ও মৎস্য চাষীদেরকে আরও উদ্বুদ্ধ করতে বছরব্যপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে জেলা ও উপজেলা মৎস্য বিভাগ।
