মোঃ আবদুর রহমান : গতকাল পবিত্র শবে বরাত বরিশালের ঐতিহ্যবাহী চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত পালিত হয়েছে।
এই দিনটি আসলে মুসলমানগণ আমলের প্রতি উৎসাহিত হয়। সারারাত বিভিন্ন ধরনের আমলে ছোট বড় সকলে মশগুল থাকে এবং দিনের বেলায় অধিকাংশ রোজা রাখেন।
প্রতিবছরের ন্যায় এবারও বাদ মাগরীব মুসল্লিগণ মসজিদে আসতে থাকে এসময় ধারাবাহিকভাবে এ দিনের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা, নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, তওবা ইস্তেগফার, মিলাদ-কিয়াম, কবর জিয়ারত সহ বিভিন্ন আমল রাতব্যাপী চলমান থাকে।
পরিশেষে ভোররাতে ফজরের নামাজের পূর্ব মূহুর্তে সমবেত মুসল্লীদের নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মোঃ নূরুর রহমান বেগ। মুনাজাতের সময় মসজিদে মসুল্লীগণ কানায় কানায় পরিপূর্ণ ছিল। প্রায় আধাঘন্টাব্যাপী এ মুনাজাতে মুসল্লীদের ক্রন্দন ও আহাজারিতে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।