১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি । অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক,থানা প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাড়ে ১০ টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে বজ্র গোপাল টাউনহলে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশেও প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি উপস্থিত হয়ে উপজেলা মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মোঃ মোরশেদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ