৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড

খেলাদুলা ডেক্স—

কাতার বিশ্বকাপের প্রথম নক আউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রেকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো নেদারল্যান্ড । শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামে এই দু’দল। ম্যাচের প্রথমেই ডিপাইয়ের গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে করা গোলে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা। বিরতি থেকে ফিরে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্রে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৩ মিনিটে সহজ সুযোগ পায় যুক্তরাষ্ট্র। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় খ্রিশ্চান পুলিসিক। এরপরও বেশ কিছু আক্রমণ করে তারা। তবে ম্যাচে ১০ মিনিটে গোলের দেখা পায় নেদারল্যান্ড। ডান দিক থেকে আসা ক্রস থেকে বল পেয়ে গোল করেন মেমফিস ডিপাই। তার গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড।ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ২৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় ডি বক্সে ঢুকে যায় মেমফিস ডিপাই। তবে তা কর্নারের বিনিময়ে ক্লিয়ার করে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার। এরপর খেলার গতি কিছুটা কমিয়ে আনে যুক্তরাষ্ট্র। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণে উঠার চেষ্টা করে তারা।ম্যাচের ৪১ মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠে যুক্তরাষ্ট্র। তবে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট করে টিম উইহা। তবে তা রুখে দেন ডাচ গোলরক্ষক আন্দ্রেস নোপার্ট। ম্যাচের ৪৫ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন সার্জিনো ডেস্ট। তবে ডাচ ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে আবারো গোল খেয়ে বসে যুক্তরাষ্ট্র। ডেলি ব্লাইন্ড গোল করে ডাচদের লিড বাড়িয়ে দেন। দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নেদারল্যান্ড।বিরতি থেকে ফিরেই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৪৮ মিনিটে সহজ সুযোগ পায় তার। কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোলমুখে গেলেও তা গোললাইন থেকে ক্লিয়ার করে ডাচরা। এরপর আরও বেশ কিছু আক্রমণ করে যুক্তরাষ্ট্র। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা।অন্যদিকে লিড বাড়ানোর সুযোগ পায় নেদারল্যান্ডও। তবে তারাও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের ৭০ মিনিটে আক্রমণে যায় নেদারল্যান্ড। সেখান থেকে কর্নার আদায় করে তারা। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন ভার্জিল ভ্যান ডাইক। তবে তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৭২ মিনিটে ডাবল সেভ দিয়ে দলকে রক্ষা করেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ