৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ ইউনিট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের বৃহত্তম কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট দুই মাসের জন্য বন্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে মেজর রক্ষণাবেক্ষণের কারণে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা জানান, বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মেজর রক্ষণাবেক্ষণ কাজের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। এই কাজ সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগবে। গত বছর প্রথম ইউনিটের মেজর রক্ষণাবেক্ষণ করা হয়। এবার দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে পুনরায় উৎপাদন শুরু হবে। এরপর প্রথম ইউনিটের বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণ শুরু হবে, যা সম্পন্ন করতে ২০-২৫ দিন সময় লাগবে।
বিজ্ঞাপন

পটুয়াখালী পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নাইম জানিয়েছেন, একটি ইউনিট বন্ধ থাকলেও শীতকালীন মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকার কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। শীতকালে পটুয়াখালীর বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ৪৫ মেগাওয়াট, যা গ্রীষ্মকালে ১০৮ মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়। এছাড়া, পটুয়াখালী শহরের নিকটবর্তী ডিজেল চালিত ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পায়রা ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট থেকেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ বলেন, বিদ্যুতের চাহিদা কম থাকায় এই সময়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকভাবেই কম থাকে, তাই বিদ্যুৎ বিতরণে কোনো ধরনের সমস্যা হবে না।

২০২২ সালের মার্চ মাসে উৎপাদনে যাওয়া দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১,৩২০ মেগাওয়াট, যা বাংলাদেশ-চায়না বিদ্যুৎ কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পরিচালনা করে।

সর্বশেষ