২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

রফিক মেম্বর’র নের্তৃত্বে মাসুম মৃধাকে হত্যা চেষ্টা

মির্জা আহসান হাবিব ঃ দিনেদুপুরে উকিল চেম্বার এলাকায় রফিক মেম্বর’র নের্তৃত্বে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে জখম করে মাসুম মৃধাসহ বেশ কয়েকজন কে।
আহতসূত্রে জানাযায় পূর্বশত্রুতার জের ধরে ৮ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পটুয়াখালীর কোট এলাকার উকিল চেম্বারের সামনে ইউসুফ এর দোকানে এ হামলা চালায় রফিক মেম্বর ও তার বাহিনী।
মাসুম মৃধা উকিল চেম্বার এর সামনে ইউসুফ এর দোকানে বসেছিলেন এ সময় দেশীয় অস্রদিয়ে মাসুম মৃধা (৩৫) পিতা- দেলোয়ার হোসেন মৃধা, শাহবুদ্দিন মোল্লা (৩৬), পিতা জালাল মোল্লা, বাশার মাতুব্বর (৫০), পিতা- দেলোয়ার মোল্লা, জাকির মোল্লা (৫৫) পিতা- আলী আকবর মোল্লা, সাহবুদ্দিন মাতুব্বর (৬৫) পিতা – মৃত হাসেম মাতুব্বরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রফিক মেম্বর (৪০) পিতা -আবদুল আজিজ, মোশাররফ (৩৮) পিতা- আবদুল আজিজ, মামুন পিতা আবদুল আজিজ, রিয়াদ(২৪) পিতা- শফিক উদ্দিন, মেহেদী (২০) পিতা- আলমগীর মোল্লা, রুবেল (২৫) পিতা – আলমগীর মোল্লা, আসলাম (২৬) পিতা – ফারুক হাওলাদারসহ আরও ৪/৫ জন দেশীয় অস্রদিয়ে দিয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ইউসুফ এর দোকানে ব্যপক ক্ষতি হয় বল দোকার ইউসুফ জানান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রফিক মেম্বরের সাথে যোগাযোগ করতে ০১৭৩৮৫৬৫৪৪৩ তে কল করলে প্রথমে মোবাইলে কল ঢুকলেও তিনি রিসিভ করেননি পরবর্তীতে ফোন বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ