২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রাখে আল্লাহ মারে কে? ১২ ঘন্টা পানির নীচে অতঃপর জীবিত উদ্ধার

এ আল মামুন: কথায় বলে রাখে আল্লাহ মারে কে? বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ১২ ঘণ্টা পরে একজন ব্যক্তি কে জীবন্ত উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ডুবুরিরা। রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান, লঞ্চ দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি নদীর তলদেশে লঞ্চের ভেতর কোনো এক রুমে আটকা ছিল, যেখানে তিনি অক্সিজেন পেয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ