ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী (পটুুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়ানের মধ্য বয়ে যাওয়া গহীনখালির খালএকটি১৫০ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ ষবিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ,রাঙ্গাবালী নির্বাহী মেজিস্ট্রেট ভূমি মোঃ সালেক মুহিত ও রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদ।
ছোটবাইশদিয়া ইউনিয়ানের অবসরপ্রাপ্ত বিডিআর তাজ উদ্দিন হাং বলেন,এই নদীর উপর এখনে এলজিইডির একটি ব্রিজ ছিলো।সেটি অনেক আগেই ভেঙ্গে গেছে।
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ বলেন,আমি কোন নেতা না।আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ।আপনাদের যা দাবী সরাসরি আমাকে বলবেন।আমি তা পূরন করার চেস্টা করবো। এই ব্রিজের কাজ সম্পন্ন করতে পরে আমি আনন্দিত।আমি এভাবে সব সময় আপনাদের পাশে থাকবো।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
