করোনা আক্রান্ত হয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শাহ্ আলম হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের বাসিন্দা। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বর, হাঁচি কাশি নিয়ে গত সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে করোনার নমুনা সংগ্রহ করে বুধবার করোনা রিপোর্টে পজেটিভ আসে। দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। সামাজিক দূরাত্ব বজায় রেখে লাশ দাফন করা হবে।