পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ব্যাগভর্তি গাঁজাসহ সোলাইমান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের রুহুল শিকদারের ছেলে সোলাইমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল ও এএসআই সোহরাবের নেতৃত্বে পুলিশের একটি দল কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তল্লাশি করে তার কাছে থাকা বাজার ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘আটক সোলাইমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপরে আদালতে সোপর্দ করা হবে।