২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

রাঙ্গাবালী থানায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

মোঃফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী-      রাঙ্গাবালী থানার    অফিসার ইনচার্জ     দেওয়ান জগলুল হাসান  নেতৃত্বে এসআই মোঃ শাহাবুদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা থেকে ৩০ কিঃ মিঃ দূরবর্তী ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঢাকা টু কলাপাড়াগামী “এমভি ইয়াদ” লঞ্চটি থামাইয়া তল্লাশী করা হয়। তল্লাশীকালে আসামী মোঃ হেলাল হাওলাদার (২৮), পিতা-মৃত নাসির উদ্দিন হওলাদার, সাং-কাজীকান্দা, মৌডুবী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী এর দখল হতে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ